ওয়েস্ট ব্রমউইচ আলবিওনকে ২-০ গোলে হারিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড
প্রকাশিত : ১০:২৮ এএম, ১৮ ডিসেম্বর ২০১৬ রবিবার | আপডেট: ১০:২৮ এএম, ১৮ ডিসেম্বর ২০১৬ রবিবার
ইংলিশ প্রিমিয়ার লিগ ফুটবলে ইব্রাহিমোভিচের জোড়া গোলে ওয়েস্ট ব্রমউইচ আলবিওনকে ২-০ গোলে হারিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড।
প্রতিপক্ষের মাঠে ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক খেলতে থাকে ম্যান ইউ। ৫ মিনিটেই ইব্রাহিমোভিচের গোলে এগিয়ে যায় রেড ডেভিলসরা। প্রথমার্ধে আর কোনো গোল হয়নি। দ্বিতীয়ার্ধেও আক্রমণের গতি ধরে রাখে ম্যান ইউ। ৫৬ মিনিটে আবারো গোল করেন ইব্রা। এই জয়ে ৩০ পয়েন্ট নিয়ে টেবিলের ৬ নম্বরে অবস্থান করছে ম্যানইউ। আর ২৩ পয়েন্ট নিয়ে এক ধাপ নিচে রয়েছে ওয়েস্ট ব্রম।
