চীন সাগরে মার্কিন ডুবোড্রোন জব্দের ঘটনায় চীনকে চোর অ্যাখ্যা দিয়েছেন ট্রাম্প
প্রকাশিত : ১১:৩৫ এএম, ১৮ ডিসেম্বর ২০১৬ রবিবার | আপডেট: ১১:৩৫ এএম, ১৮ ডিসেম্বর ২০১৬ রবিবার
দক্ষিণ চীন সাগরে চালকবিহীন মার্কিন ডুবোড্রোন জব্দের ঘটনায় চীনকে চোর অ্যাখ্যা দিয়েছেন নব নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
টুইট বার্তায় চীনের এ ধরনের কাজকে নজিরবিহীন বলে দাবি করেন ট্রাম্প। একইসঙ্গে চীনকে চুরি করা এ ড্রোন ফেরত দিতে হবে না বলেও উল্লেখ করেন তিনি। এরআগে ড্রোনটি ফেরত দেয়ার ব্যাপারে চীনের সঙ্গে আলোচনা হয়েছে বলে জানিয়েছে মার্কিন প্রতিরক্ষা দপ্তর। শুক্রবার দক্ষিণ চীন সাগর থেকে গবেষণা কাজে নিযুক্ত ওশেন গ্লাইডার নামের মার্কিন ডুবোড্রোন জব্দ করে চীন। তাইওয়ান ইস্যুর পর এ ঘটনায় দু’ দেশের সম্পর্কে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।
