ঢাকা, বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪,   বৈশাখ ১১ ১৪৩১

পাকিস্তানি ভেবে নিজেদের যুদ্ধবিমানই ধ্বংস করে ভারত! 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:১৮ পিএম, ৪ অক্টোবর ২০১৯ শুক্রবার

পাকিস্তানের ভেবে নিজেদের যুদ্ধবিমানই ধ্বংস করল ভারত। যান্ত্রিক গোলযোগ নয়, বরং ভারতীয় বিমানবাহিনীর ছোড়া ক্ষেপণাস্ত্রেই ধ্বংস হয়েছিল দেশটি এমআই-১৭ যুদ্ধবিমান। তদন্ত শেষে ভারতীয় বিমানবাহিনীর প্রধান রাকেশ কুমার সিং ভাদুরিয়া এমনটাই দাবি করেছেন। যদিও ঘটনার সময় বলা হয়েছিল, যান্ত্রিক ত্রুটির কারণে বিধ্বস্ত হয়েছিল যুদ্ধবিমানটি। এতে বিমানে থাকা দুই পাইলট নিহত হয়।

রাকেশ কুমার জানিয়েছেন, ভারতের আকাশসীমা লঙ্ঘন করে ঢুকে পড়া পাকিস্তানি যুদ্ধবিমান এফ-১৬ কে তাড়াতে মিসাইল ছুড়ছিল ভারতীয় বিমানবাহিনী। তারই একটি গিয়ে লাগে এমআই-১৭ বিমানটিতে। ফলে কাশ্মীরের বদগামের কাছে ভেঙে পড়ে বিমানটি। এতে মৃত্যু হয় দুই পাইলটের। বিমানটি তখন সীমান্তে নজরদারি চালাচ্ছিল। 

ঘটনার পুরোটাই ভুলবশত হয়েছিল বলেই জানিয়েছেন ভারতীয় বিমানবাহিনীর প্রধান। তবে যে দুই কর্মকর্তা ওই মিসাইল নিক্ষেপের দায়িত্বে ছিলেন তাদের বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে বলে জানান রাকেশ কুমার।

এদিকে ভারতীয় গণমাধ্যম বলছে, গত ৮ ফেব্রুয়ারি কাশ্মীরের পুলওয়ামায় আত্মঘাতী হামলায় অন্তত ৪০ ভারতীয় সেনা নিহত হয়। এর পর ২৬ ফেব্রুয়ারি পাকিস্তানের বালাকোটে কথিত জঙ্গি আস্তানায় বিমান হামলা চালায় ভারত। এর পরদিন পাক বিমানবাহিনী ভারতে হামলা চালাতে গেলে ওই ঘটনা ঘটে।

ভারতীয় বিমানবাহিনী ওই সময় জানায়, ওই দিন দক্ষিণ কাশ্মীরের নৌশেরা সেক্টর দিয়ে ভারতে ঢোকার চেষ্টা করছিল পাক যুদ্ধবিমান এফ-১৬। ভারতীয় বিমানবাহিনীর রাডারে তা ধরা পড়ে যায়। যার প্রেক্ষিতে প্রতি আঘাত হানে  ভারতীয় বিমানবাহিনী। সেই সময় নজরদারি চালানোর কাজে পাক সীমান্তের কাছাকাছি জম্মু, শ্রীনগর ও লেহ-এর ওপর ঘোরাঘুরি করছিল এমআই-১৭। আচমকাই বিমানটি ভেঙে পড়ে। আগুন ধরে যায় চপারে। বিমানবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, যান্ত্রিক ত্রুটির কারণেই ওই দুর্ঘটনা ঘটে।

এনএস/