দুর্যোগ মোকাবেলায় সক্ষমতা অর্জনে ৩ বছর মেয়াদি প্রকল্প উদ্বোধন
প্রকাশিত : ০৬:৩১ পিএম, ১৮ ডিসেম্বর ২০১৬ রবিবার | আপডেট: ০৬:৩১ পিএম, ১৮ ডিসেম্বর ২০১৬ রবিবার
স্থানীয় নেতৃত্ব তৈরি, বিকাশ-উন্নয়ন ও দুর্যোগপ্রবণ ৯টি জেলায় সক্ষমতা অর্জনে কাজ করতে তিন বছর মেয়াদী প্রকল্প উদ্বোধন করা হয়েছে।
রোববার সকালে রাজধানীর সিরডাপ মিলনায়তনে, অক্সফাম বাংলাদেশ ও আহছানিয়া মিশন এর যৌথ উদ্যোগে শুরু হওয়া এ প্রকল্পের বিষয়ে বক্তারা বলেন, সমন্বিত উদ্যোগ ছাড়া দুর্যোগ মোকাবেলায় সক্ষমতা ও শক্তি বৃদ্ধি সম্ভব নয়। অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, দুর্যোগ ব্যবস্থাপনা সচিব শাহ কামাল, অক্সফাম বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর স্নেহাল ভি সনেজ।
