ঢাকা, শুক্রবার   ০৭ নভেম্বর ২০২৫,   কার্তিক ২২ ১৪৩২

রণাঙ্গনে এবং স্বাধীন বাংলাদেশ পুনর্গঠনে ভূমিকা রাখায় ভারত ও রাশিয়ার ৩৩ জনকে সম্মাননা

প্রকাশিত : ০৭:২৩ পিএম, ১৮ ডিসেম্বর ২০১৬ রবিবার | আপডেট: ০৭:২৩ পিএম, ১৮ ডিসেম্বর ২০১৬ রবিবার

রণাঙ্গনে ভূমিকা রাখা এবং স্বাধীন বাংলাদেশ পুনর্গঠনে অংশ নেয়া ভারত ও রাশিয়ার মোট ৩৩ জনকে সম্মাননা দিয়েছে বিমান ও নৌবাহিনী। যোদ্ধারা বাহিনী দু’টির সদর দপ্তর পরিদর্শন করেন এবং স্মৃতিচারণ অনুষ্ঠানে অংশ নেন। এ’সময় বাংলাদেশ নৌবাহিনীর প্রথম রণতরী পদ্মা’র নেভাল এনসাইন শুভেচ্ছা পতাকাটি নৌবাহিনী প্রধানের কাছে হস্তান্তর করেন তৎকালীন ভারতীয় অধিনায়ক লেফটেন্যান্ট সুভাস কুমার মিত্র। একাত্তরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে সাড়া দিয়ে আপামর বাঙালী ঝাঁপিয়ে পড়ে মুক্তিযুদ্ধে; পাশে এসে দাঁড়ায় বন্ধুপ্রতীম দেশগুলো। সামরিক লড়াইয়েও ছিল তাদের প্রত্যক্ষ অংশগ্রহন। নৌ কমান্ডোরা ভারতের সহায়তায় সফল করেন ‘অপারেশন জ্যাকপট’। বিজয়ের ৪৫ বছর পূর্তিতে নৌবাহিনীর প্রথম রণতরী পদ্মা’র নেভাল এনসাইন শুভেচ্ছা পতাকাটি নৌবাহিনী প্রধানের কাছে হস্তান্তর করেন তৎকালীন ভারতীয় অধিনায়ক লেফটেন্যান্ট সুভাস কুমার মিত্র। এদিকে, মুক্তিযুদ্ধ ও পরবর্তী সময়ে বাংলাদেশকে সহায়তা করা ভারত ও রাশিয়ার মোট ৩৩ জনকে বিশেষ সম্মাননা দিয়েছে নৌবাহিনী। স্মৃতিময় ছবিগুলো যোদ্ধাদের ফিরিয়ে নিয়ে যায় উত্তাল সেই দিনগুলোতে। এর আগে বিমান বাহিনীর সদর দপ্তর পরিদর্শনে যান ভারত ও রাশিয়ার প্রতিনিধিরা। ভারতের লেফটেন্যান্ট জেনারেল জি এস সিহোটার নেতৃত্বাধীন প্রতিনিধি দলকে সম্মাননা জানান বিমান বাহিনীর প্রধান এয়ার মার্শাল আবু এসরার। সেখানেও বারবার উচ্চারিত হয় স্বাধীনতা যুদ্ধের কথা।