ঢাকা, বুধবার   ২৭ আগস্ট ২০২৫,   ভাদ্র ১১ ১৪৩২

তুলসী গাছে জবা ফুল!

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৫৮ এএম, ৫ অক্টোবর ২০১৯ শনিবার

তুলসী গাছে ফুটেছে জবা ফুল। আর এ নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে টাঙ্গাইলে। কালিহাতী উপজেলার বানিয়াবাড়ি এলাকায় এক সনাতন ধর্মাবলম্বী মধুসূদন সাহার বাড়িতে এ ঘটনা ঘটেছে। এ তুলসী গাছ দেখতে অসংখ্য মানুষ ভিড় করছেন।

শুক্রবার ভোর থেকে আবারও শুরু হয় দর্শনার্থীদের সমাগম। কেউ অলিক ঘটনা মনে করছেন আবার কেউ পরগাছা ভাবছেন। এ নিয়ে উৎসুক মানুষের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।

স্থানীয়রা জানান, তুলসী গাছে কলিটি ফুটে একটি নোলক জবায় পরিণত হয়েছে, যার ভেতরে লাল ও বাইরে সাদা।

বাড়ির মালিক মধুসূদন সাহার ছোট ছেলে সঞ্জিব চন্দ্র সাহা বলেন, ঘটনাটি অবশ্যই অলৌকিক। আগে কখনো এরকম ঘটনা আর ঘটেনি। বৃহস্পতিবার সকালে তুলসী গাছে জবা ফুলের একটি কলি এলে শুক্রবার ভোরে দেখা যায় সেটিতে জবা ফুল ধরে আছে।