প্রাকৃতিক দুর্যোগে ক্ষয়ক্ষতি কমানোর বিষয়ে সেমিনার অনুষ্ঠিত
প্রকাশিত : ০৬:১৪ পিএম, ১৮ ডিসেম্বর ২০১৬ রবিবার | আপডেট: ০৬:১৪ পিএম, ১৮ ডিসেম্বর ২০১৬ রবিবার
ভূমিকম্পসহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে ক্ষয়ক্ষতি কমানোর বিষয়ে চট্টগ্রামে সেমিনার হয়েছে।
রোববার দুপুরে রেড ক্রিসেন্টের আয়োজনে নগরীর কাতালগঞ্জের রেডক্রিসেন্ট কার্যালয়ে এই সেমিনার হয়। উদ্বোধন করেন চট্টগ্রামের বিভাগীয় কমিশনার মোহাম্মদ আব্দুল্লাহ। এ’সময়, যেকোনো দুর্যোগে রেড ক্রিসেন্টের অবদানের কথা উল্লেখ করে বিভাগীয় কমিশনার বলেন, জনগণের মধ্যে দুর্যোগ সম্পর্কে সচেতনতা বাড়াতেও সংস্থাটি ভূমিকা রাখতে পারে। সেমিনারে রেডক্রিসেন্টের কর্মকর্তাসহ বিভিন্ন শ্রেণী, পেশার মানুষ উপস্থিত ছিলেন।
