চট্টগ্রামে শুরু হয়েছে ৫ দিনব্যাপী মুক্তিযুদ্ধের বিজয় মেলা
প্রকাশিত : ০৬:১৩ পিএম, ১৮ ডিসেম্বর ২০১৬ রবিবার | আপডেট: ০৬:১৩ পিএম, ১৮ ডিসেম্বর ২০১৬ রবিবার
চট্টগ্রামের পাঁচলাইশ সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে শুরু হয়েছে পাঁচ দিনব্যাপী মুক্তিযুদ্ধের বিজয় মেলা।
মেলা উদ্বোধন করে চট্টগ্রাম সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরার আহ্বান। বঙ্গবন্ধু সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মোহাম্মদ সেলিম। বক্তব্য রাখেন মুক্তিযুদ্ধ গবেষক জি এম শাহাবুদ্দিন। প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা পর্যন্ত মেলা চলবে। মেলায় শতাধিক স্টল রয়েছে।
