ঢাকা, বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪,   বৈশাখ ১১ ১৪৩১

ভাঙ্গন ঝুঁকিতে দৌলতদিয়ার ২নং ফেরি ঘাট

রাজবাড়ী প্রতিনিধি:

প্রকাশিত : ০৪:৫৮ পিএম, ৫ অক্টোবর ২০১৯ শনিবার

নদীতে পানি বৃদ্ধির কারণে দৌলতদিয়া ঘাট এলাকায় দেখা দিয়েছে ভাঙ্গন। এরই মধ্যে ভাঙ্গনের কবলে বৃহস্পতিবার রাতে ১নং ফেরি ঘাটটি নদী গর্ভে বিলীন হয়ে যায়। 

এখন ভাঙ্গন ঝুঁকিতে রয়েছে ২ নং ফেরি ঘাটটি। সকাল থেকে ২নং ফেরি ঘাট এলাকায় দেখা দিয়েছে ভাঙ্গন।ভাঙ্গন রোধে পানি উন্নয়ন বোর্ড  জিওব্যাগ ফেলছে।

বিআইডব্লিউটিএ কতৃপক্ষ বলছে,সকাল থেকে ২নং ফেরি ঘাট এলাকায় ভাঙ্গন দেখা দিয়েছে। এতে করে ঝুকিতে রয়েছে ২নং ঘাটটি। যেকোন মুহর্তে নদী গর্ভে বিলীন হতে পারে এই ঘাটটিও।

বিআইডব্লিউটিসি কতৃপক্ষ বলছে, নদীতে তীব্র স্রোতের কারণে ফেরি চলাচল ব্যহত হচ্ছে। যে কারণে দৌলতদিয়া ঘাট এলাকায় গত কয়েকদিন ধরে যানবাহনের দীর্ঘ একটা সিরিয়াল সৃষ্টি হয়ে আসছিলো। তবে সকাল থেকে দৌলতদিয়া ঘাট প্রান্তে নেই কোন যানবাহনের সারি। এই রুটে ১৬ টি ফেরির মধ্যে ১৩টি ফেরি দিয়ে যানবাহন পারাপার করা হচ্ছে।

এদিকে গতকাল দুপুর থেকে ঝুঁকি এড়াতে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে লঞ্চ চলাচল বন্ধ রাখা হয়েছে।

আরকে//