ঢাকা, রবিবার   ২৭ জুলাই ২০২৫,   শ্রাবণ ১২ ১৪৩২

শুরু হয়েছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ

প্রকাশিত : ০৬:০৪ পিএম, ১৮ ডিসেম্বর ২০১৬ রবিবার | আপডেট: ০৬:০৪ পিএম, ১৮ ডিসেম্বর ২০১৬ রবিবার

চট্টগ্রামে শুরু হয়েছে সপ্তাহব্যাপী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ। নগরীর আগ্রাবাদ এলাকায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স বিভাগীয় সদর দপ্তরে কার্যক্রমের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রামের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট। এছাড়া, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারি পরিচালক উপস্থিত ছিলেন। উদ্বোধনের আগে ওয়ার হাউজ পরিদর্শকের নেতৃত্বে ১২ জন ফায়ারম্যান অতিথিদের গার্ড অব অনার প্রদান করেন। এ’সময় মহড়ার মাধ্যমে পানিতে ডুবে যাওয়া, অগ্নিকান্ড ও ভূমিক¤েপ আটকেপড়াদের উদ্ধার প্রক্রিয়া তুলে ধরেন ফায়ার সার্ভিসের সদস্যরা।