ঢাকা, বুধবার   ২৪ এপ্রিল ২০২৪,   বৈশাখ ১০ ১৪৩১

জাতীয় জন্ম নিবন্ধন দিবস আজ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:০৩ এএম, ৬ অক্টোবর ২০১৯ রবিবার

আজ ৬ অক্টোবর দেশে পালিত হচ্ছে- ‘জাতীয় জন্মনিবন্ধন দিবস’। প্রতি বছরের মতো এবারো স্থানীয় সরকার বিভাগ এবং ইউনিসেফ বাংলাদেশ এর উদ্যোগে জন্ম নিবন্ধন ও মৃত্যু নিবন্ধন দিবস পালিত হয়ে আসছে।

জন্ম নিবন্ধন দিবস উপলক্ষে রাষ্ট্রপতি আবদুল হামিদ এডভোকেট, প্রধানমন্ত্রীসহ সংশ্লিষ্ট মন্ত্রী ও কর্মকর্তারা বাণী দিয়েছেন।

একইসঙ্গে স্থানীয় সরকার বিভাগ ও ইউনিসেফ-বাংলাদেশের উদ্যোগে দিবসটির তাৎপর্য তুলে ধরে জাতীয় দৈনিক পত্রিকায় ক্রোড়পত্র, বিজ্ঞাপন প্রকাশ এবং বাংলাদেশ বেতার এবং বাংলাদেশ টেলিভিশনসহ অন্যান্য বেসরকারি টেলিভিশনে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

দিনটি উপলক্ষ্যে আজ নানা কর্মসূচি পালন করা হবে।

১৮৭৩ সালের ২ জুলাই বৃটিশ সরকার অবিভক্ত বাংলায় জন্ম নিবন্ধন সংক্রান্ত আইন জারি করেন। এরপর ২০০১ -২০০৬ সলে ইউনিসেফ- বাংলাদেশ এর সহায়তায় পাইলট প্রকল্পের মাধ্যমে ২৮টি জেলায় ও ৪টি সিটি কর্পোরেশনে জন্ম নিবন্ধনের কাজ নতুন করে শুরু হয়।
এসএ/