ঢাকা, সোমবার   ২০ মে ২০২৪,   জ্যৈষ্ঠ ৫ ১৪৩১

দলে দলে রোহিঙ্গাদের অনুপ্রবেশের কারণে স্থানীয়দের মাঝে দেখা দিয়েছে উদ্বেগ ও উৎকন্ঠা

প্রকাশিত : ০৮:৪৮ এএম, ১৯ ডিসেম্বর ২০১৬ সোমবার | আপডেট: ০৮:৪৮ এএম, ১৯ ডিসেম্বর ২০১৬ সোমবার

সীমান্ত দিয়ে দলে দলে রোহিঙ্গাদের অনুপ্রবেশের কারণে টেকনাফ উখিয়ার স্থানীয়দের মাঝে দেখা দিয়েছে উদ্বেগ ও উৎকন্ঠা। ২০১২ সালে রোহিঙ্গার প্রবেশের পর আইন শৃঙ্খলা পরিস্থিতির যেমন অবনতি হয়েছিলো তার চাইতে বেশি অবনতি হবে বলে আশংকা স্থানীয় জনপ্রতিনিধি ও সুশীল সমাজের। দ্রুত রোহিঙ্গা অনুপ্রবেশ বন্ধ করে মানবিক সহায়তা দিয়ে রোহিঙ্গাদের স্বদেশে ফেরত পাঠানোর দাবি স্থানীয়দের। মিয়ানমারের রাখাইন রাজ্যে হামলা-নির্যাতন শুরুর পর বাংলাদেশে প্রতিদিনই রোহিঙ্গাদের অনুপ্রবেশ ঘটছে। ওপার থেকে এপারে আসার পরপরই অধিকাংশ রোহিঙ্গা চলে যাচ্ছে উখিয়া ও টেকনাফের শরণার্থী ক্যাম্পে। প্রতিদিনই বাড়ছে রোহিঙ্গাদের সংখ্যা। এরই মধ্যে নতুন করে এখানে ঠাঁই হয়েছে দেড় লাখেরও বেশি রোহিঙ্গার। টানা এই অনুপ্রবেশ ভাবিয়ে তুলছে স্থানীয়দের। অনুপ্রবেশকারি রোহিঙ্গারা উপকূলীয় পরিবেশ নষ্ট করার পাশাপাশি নানা অপরাধমূলক কাজে জড়িয়ে পড়বে বলে আশংকা স্থানীয়দের। একই সাথে কক্সবাজারসহ সারাদেশের আইন শৃংখলা পরিস্থিতি নিয়ে আশংকা করছেন স্থানীয় বিভিন্ন সংস্থা আর জন প্রতিনিধিরা। চেহারার গড়নে মিল থাকায় স্থানীয়দের সাথে মিশে য়ায় রোহিঙ্গারা। ২০১২সালের জুনে মিয়ানমারে সহিংসতায় একদিনেই কয়েক হাজার রোহিঙ্গা অনুপ্রবেশ করেছিলো। পরে বিভিন্ন সময়ে আসা প্রায় ৫ লাখের ও বেশি  রোহিঙ্গা বাংলাদেশে অবস্থান করছে।