ডিপিডিসির নির্বাহী পরিচালকের বিরুদ্ধে দুদকের মামলা
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৬:৪৭ পিএম, ৬ অক্টোবর ২০১৯ রবিবার

জ্ঞাত আয়বহির্ভূত অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (ডিপিডিসি) নির্বাহী পরিচালক প্রকৌশলী মো. রমিজ উদ্দিন সরকারের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
রোববার (৬ অক্টোবর) দুদকের সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-১-এ মামলাটি করেন সহকারী পরিচালক মুহাম্মদ জয়নাল আবেদীন।
দুদক জানায়, ডিপিডিসির নির্বাহী পরিচালক রমিজ তার দাখিল করা সম্পদবিবরণীতে ১ কোটি ১৮ লাখ ৯২ হাজার টাকার সম্পদের তথ্য গোপন করেছেন। এছাড়াও অনুসন্ধানে তার নামে-বেনামে ১ কোটি ৯৫ লাখ ৭৯ হাজার ৮৬৭ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদের তথ্য মিলেছে।
দুদক আরও জানায়, মামলায় মানি লন্ডারিং আইনে রমিজের বিরুদ্ধে ২ কোটি ৬১ লাখ ৭৯ হাজার ৮৬৭ টাকা স্থানান্তর ও রূপান্তরের অভিযোগ আনা হয়েছে।
গত ২০ জানুয়ারি ডিপিডিসির নির্বাহী পরিচালক রমিজকে সম্পদবিবরণী দাখিলের নোটিশ পাঠায় দুদক। পরে ৭ মার্চ রমিজ ও তার স্ত্রী সালমা পারভীনকে জিজ্ঞাসাবাদ করে দুদক।
আরকে//