জমিজমা বিরোধের জেরে ২০ হাজার আমের চারা কর্তন
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৭:০২ পিএম, ৬ অক্টোবর ২০১৯ রবিবার

জমিজমা নিয়ে বিরোধের জের ধরে সদর উপজেলা চন্ডিপুর বাঘেরহাট গ্রামে আলহাজ্জ আনোয়ার হোসেন নামে এক ব্যক্তির দুই একর ৫০ শতক জমিতে রোপনকৃত প্রায় ২০ হাজার আমগাছের চারা কেটে দিয়েছে দুর্বৃত্তরা।
এঘটনায় এলাকার জনমনে বিরুপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। রোববার ভোর রাতের এ ঘটনায় জমির মালিক সাতজনের নাম উল্লেখ করে সদর থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।
অভিযোগে জানা যায়, শহরের প্রাইম আবাসিক হোটেলের প্রোপাইটার আলহাজ্জ আনোয়ার হোসেন তাঁর গ্রামের বাড়ির পাশে দুই একর ৫০ শতক জমিতে দীর্ঘদিন থেকে ধান,গম, ভুট্টা, আলুসহ বিভিন্ন ফসল চাষাবাদ করে আসছিলেন।
সম্প্রতি, তিনি ওই জমিতে প্রায় ২৫ হাজার আমগাছ রোপন করেছিলেন। গাছগুলো বেশ বড় হয়ে উঠেছিল।কিন্তু জমিজমা নিয়ে বিরোধের জের ধরে ভোর রাতে কয়েকজন ব্যক্তি দা-কুড়াল নিয়ে আম গাছের চারাগুলো কেটে নিয়ে যায়।এতে ক্ষতি হয়েছে প্রায় তিন লাখ টাকা।
এঘটনায় আনোয়ার হোসেন চান্দু(৫৫), আজাহার (৪৫), মহর(৩৮), আজিজ(৪২), ইদ্রীশ আলী (৪৮), খোকন (৩৮) ও লিটন (৩৫) এর নাম উল্লেখ করে সদর থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।
সদর থানার ওসি আশিকুর রহমান জানান, আম গাছের চারা কেটে ফেলার একটি অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
কেআই/