কেঁড়াগাছিতে দূর্গাপূজা উপলক্ষ্যে বস্ত্র বিতরণ
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৭:৪৫ পিএম, ৬ অক্টোবর ২০১৯ রবিবার

হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দূর্গাপূজা উপলক্ষ্যে কলারোয়ার কেঁড়াগাছি ইউনিয়নের ১২০ জন গরীব, অসহায় ও দুস্থ পরিবারের মাঝে আনুষ্ঠানিকভাবে শাড়ি বিতরণ করা হয়েছে।
ইউনিয়ন সেচ্চাসেবক লীগের সভাপতি ও আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী শেখ রুহুল কুদ্দুস এর একক অর্থায়নে গরীব দুস্থ হিন্দু মহিলাদের মাঝে এ বস্ত্র বিতরণ করা হয়।
শনিবার বিকালে উক্ত বস্ত্র বিতরণ অনুষ্ঠানটি কেঁড়াগাছি ইউনিয়নের প্রাণকেন্দ্র বালিয়াডাঙ্গা বাজারের আব্দুল হাকিম সার্জিক্যাল ক্লিনিক সংলগ্নে অনুষ্ঠিত হয়।
কেঁড়াগাছি ইউনিয়ন আওয়ামী লীগের শিক্ষাবিষয়ক সম্পাদক মাস্টার মধুসূদন পালের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ কৃষি ব্যাংক দামুড়হুদা (চুয়াডাঙ্গা) শাখার ব্যবস্থাপক তাহমিদুর রহমান (মন্টু)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাস্টার শাহিনুর রহমান, প্রবীণ আওয়ামী লীগ নেতা ও সাবেক ইউপি সদস্য মোজাফফর হোসেন, প্রবীণ আওয়ামী লীগ নেতা মুনতাজ আলী গাজী, কলারোয়া পৌর যুবলীগের যুগ্ম আহবায়ক নয়ন হোসেন, ইউনিয়ন যুবলীগের আহবায়ক সেলিম রেজা, যুবনেতা নুরুল ইসলাম(সুমন), যুবনেতা জিয়ারুল ইসলাম, মুকুল, কুরবানসহ স্থানীয় বিভিন্ন শ্রেণী পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
কেআই/