ইয়ুথ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ফিরোজ আলম আর নেই
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৯:১৭ পিএম, ৬ অক্টোবর ২০১৯ রবিবার

বিশিষ্ট শিল্পপতি, সমাজসেবক, ইয়ুথ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ফিরোজ আলম আর নেই। শনিবার দুপুরে ভারতের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাহে রাজিউন।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৫ বছর। তিনি স্ত্রী, ২ ছেলে ও ১ মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, সোমবার(৭ অক্টোবর) তাঁর লাশ দেশে আনা হবে।এরপর নারায়নগঞ্জের রুপগঞ্জের পারিবারিক কবরস্থানে মা-বাবার পাশে তাকে শায়িত করা হবে।
উল্লেখ্য,ফিরোজ আলম চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার হারামিয়া গ্রামে এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণকারী এই শিল্পোদ্যোক্তা ইস্টার্ন ইউনিভার্সিটি, অস্ট্রেলিয়ান ইন্টারন্যাশনাল স্কুল,আইএফআইএল, পেট্রোম্যাক্স এলপিজিসহ অসংখ্য প্রতিষ্ঠানের সঙ্গে জড়িত ছিলেন। তিনি আশির দশক থেকে তৈরি পোশাক শিল্পের ব্যবসা শুরু করেন।
কেআই/