আজ গোপালগঞ্জের কাশিয়ানী মুক্তদিবস
প্রকাশিত : ০৯:৩৪ এএম, ১৯ ডিসেম্বর ২০১৬ সোমবার | আপডেট: ০৯:৩৪ এএম, ১৯ ডিসেম্বর ২০১৬ সোমবার
গোপালগঞ্জের কাশিয়ানী মুক্তদিবস আজ । বিজয়ের তিন দিন পর প্রচন্ড যুদ্ধে কাশিয়ানী উপজেলার ভাটিয়াপাড়া ওয়্যারলেস ষ্টেশনের মিনি ক্যান্টনমেন্টের পতন ঘটে।
পাকিস্তানী হানাদার বাহিনী ’৭১ সালের মে মাসে কাশিয়ানীতে সামরিক ঘাটি স্থাপন করে। এলাকায় নিরীহ মুক্তিকামী মানুষের উপর নির্যাতন, নিপীড়ন ও হত্যাযজ্ঞ চালায়। ৭ ডিসেম্বর সকালে তারা আধুনিক অস্ত্র-সস্ত্র নিয়ে পালিয়ে ভাটিয়াপাড়ার অবস্থান নেয়। ১৯ ডিসেম্বর খুব ভোরে, মুক্তিবাহিনীর একটি সম্মিলিত দল ভাটিয়াপাড়ার মিনি ক্যান্টনমেন্টে আক্রমণ চালায়। দুপুরের দিকে ৬৫ জন পাক সেনা ও শতাধিক রাজাকার আত্মসর্মপন করে। হানাদারমুক্ত হয় গোপালগঞ্জের কাশিয়ানী।