ঢাকা, শুক্রবার   ০৭ নভেম্বর ২০২৫,   কার্তিক ২২ ১৪৩২

কুমিল্লায় ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের শাখা উদ্বোধন

প্রকাশিত : ১১:৩০ এএম, ১৯ ডিসেম্বর ২০১৬ সোমবার | আপডেট: ১১:৩০ এএম, ১৯ ডিসেম্বর ২০১৬ সোমবার

কুমিল্লার হোমনায় ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের শাখা উদ্বোধন করা হয়েছে। হোমনা বাজারে শাখাটির উদ্বোধন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ওয়াসেক আলী। এ উপলক্ষ্যে ব্যাংকে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এসময় হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম রসুলসহ স্থানীয় ব্যবসায়ী ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এ শাখার মাধ্যমে স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষের অর্থনৈতিক লেনদেন সহজ হবে বলে আশাবাদ ব্যাক্ত করেন ব্যাংটির কর্মকর্তারা।