ঢাকা, রবিবার   ১৯ মে ২০২৪,   জ্যৈষ্ঠ ৫ ১৪৩১

তৈরী পোষাক খাতে ৫০ বিলিয়ন ডলার রপ্তানীর লক্ষ্যমাত্রা

প্রকাশিত : ০৩:০৮ পিএম, ১৯ ডিসেম্বর ২০১৬ সোমবার | আপডেট: ০৩:০৮ পিএম, ১৯ ডিসেম্বর ২০১৬ সোমবার

২০২১ সালের মধ্যে তৈরী পোষাক খাতে ৫০ বিলিয়ন ডলার রপ্তানীর লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সেন্টার ফর বাংলাদেশ এ্যাপারেল ইন্ডাস্টি --কেবাই। আইএলও ও বিজেমের সাথে যৌথভাবে বিভিন্ন কর্মপন্থা নির্ধারনী গোলটেবিল বৈঠকে ব্যবসায়ি নেতারা একথা জানান। রাজধানীর একটি হোটেলে বৈঠকে বক্তারা আরো বলেন দেশের অগ্রসরমান এই খাতের সাথে সংশ্লিষ্টদের দক্ষতা বৃদ্ধি, কর্মকৌশল নির্ধারণ ও কারিগরী জ্ঞানের উপর জোর দেবে কেবাই। এছাড়া, বৈশ্বিকভাবে তৈরী পোষাক খাতে বিভিন চ্যালেঞ্জ মোকাবেলায় কী ধরনের পদক্ষেপ নেয়া হবে তা নিয়েও কাজ করবে তারা। গোলটেবিল বৈঠকে দেশ-বিদেশের বিভিন্ন সংগঠন ও ব্যবসায়িক নেতা, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং কেবাই এর সভাপতি আতিকুল ইসলাম উপস্থিত ছিলেন।