ঢাকা, শুক্রবার   ১৫ আগস্ট ২০২৫,   শ্রাবণ ৩০ ১৪৩২

ঠাকুরগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধা নিহত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:৪৬ পিএম, ৭ অক্টোবর ২০১৯ সোমবার

ঠাকুরগাঁওয়ের সদর উপজেলার গড়েয়া ইউনিয়নের লস্করা এলাকায় রাস্তা পার হতে গিয়ে দ্রুতগামী অটো রিকশার ধাক্কায় বালাশ্বড়ী (৭০) নামের এক বৃদ্ধা নিহত হয়েছেন।

সোমবার রাত আটটার দিকে এ ঘটনা ঘটে বলে জানান ঠাকুরগাঁও সদর থানার এসআই শাকিলা।নিহত বৃদ্ধা লস্করা গ্রামের সুকুর বর্মণের স্ত্রী।

স্থানীয়রা জানান, ওই বৃদ্ধা বাজার থেকে বাড়ির দিকে যাওয়ার পথে রাস্তা পার হতে গেলে দ্রুতগামী একটি অটোরিকশা তাকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন।পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ঠাকুরগাঁও সদর থানার ওসি অপারেশন গোলাম মর্তুজা বলেন, অটোটি আটক করে থানায় নিয়ে আসা হয়েছে।  
কেআই/