দক্ষ কর্মীর অভাবে বিভিন্ন সেক্টরে চাকরির বাজার চলে যাচ্ছে বিদেশীদের দখলে
প্রকাশিত : ০৭:০৫ পিএম, ২০ ডিসেম্বর ২০১৬ মঙ্গলবার | আপডেট: ০৭:১১ পিএম, ২০ ডিসেম্বর ২০১৬ মঙ্গলবার
বিগত কয়েক দশকে শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞান পড়ার হার প্রায় অর্ধেকে নেমে এসেছে। এরফলে দক্ষ কর্মীর অভাবে দেশের গার্মেন্ট ও আইটিসহ বিভিন্ন সেক্টরে চাকরির বাজার ধীরে ধীরে চলে যাচ্ছে বিদেশীদের দখলে। দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে বিজ্ঞান শিক্ষা প্রসারের ওপর জোর দিয়েছেন শিক্ষাবিদরা।
শিক্ষা পরিসংখ্যান বিষয়ক সংস্থা ব্যানবেইসের হিসেব অনুযায়ী, ১৯৯০ সালে মাধ্যমিক পর্যায়ে বিজ্ঞান পড়ার হার ৪৩ শতাংশ থেকে নেমে ২৮ শতাংশে দাঁড়িয়েছে। উচ্চ মাধ্যমিক পর্যায়েও এ সংখ্যা মাত্র ১৭ শতাংশ। ফলে অনুমোদন থাকা সত্ত্বেও চট্টগ্রামের অনেক বিশ্ববিদ্যালয় বিজ্ঞান অনুষদ চালু করতে পারেনি। বিজ্ঞান না পড়ার যুক্তি হিসেবে শিক্ষার্থীরা বলছেন, তুলনামূলক কম খরচ ও সহজ পড়াশোনা এবং বিজ্ঞান শিক্ষায় অপ্রতুল সুযোগ সুবিধার কারণেই বাণিজ্যেই তাদের আগ্রহ।
বিজ্ঞানে শিক্ষার্থী কমে যাওয়াকে অশনি সংকেত হিসেবে দেখছেন শিক্ষাবিদরা। এ অবস্থায় বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করতে আসছেন বিদেশিরা, দেশ থেকে চলে যাচ্ছে রেমিট্যান্স।
সমাজবিজ্ঞানীরা বলছেন, ইউরোপ, আমেরিকাসহ উন্নত দেশগুলোতে ব্যবসা শিক্ষার জোয়ার বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশকেও ছুঁয়ে গেছে। দক্ষ মানবসম্পদ গড়তে অন্য বিষয়কেও গুরুত্ব দেয়ার পরামর্শ শিক্ষাবিদদের।
শিক্ষার্থীদের বিজ্ঞানের প্রতি আগ্রহী করতে বিভিন্ন কর্মসূচি নেয়ারও তাগিদ দিলেন শিক্ষাবিদরা।