ঢাকা, বৃহস্পতিবার   ২৮ মার্চ ২০২৪,   চৈত্র ১৪ ১৪৩০

ফরিদপুরে গাছের সঙ্গে বাসের ধাক্কায় নিহত ৩

ফরিদপুর প্রতিনিধি

প্রকাশিত : ১১:২৭ এএম, ৮ অক্টোবর ২০১৯ মঙ্গলবার | আপডেট: ১১:২৯ এএম, ৮ অক্টোবর ২০১৯ মঙ্গলবার

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কে বাগেরহাট থেকে ঢাকাগামী গোল্ডেন লাইনের একটি নৈশ কোচ নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে ৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে ১০ যাত্রী। 

সোমবার দিবাগত রাত ১টার দিকে উপজেলার ঝাটুরদিয়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

জানা যায়, মহাসড়কের পাশে একটি গাছের সাথে ধাক্কা খেয়ে বাসটির অর্ধেকাংশ দুমড়ে-মুচড়ে যায়। এ সময় ঘটনাস্থলেই বাসের ২ যাত্রী এবং হাসপাতালে নেয়ার পথে আরও একজনের মৃত্যু হয়। আহত হয় কমপক্ষে ১০ যাত্রী। আহতদের ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

খবর পেয়ে থানা পুলিশ, ভাঙ্গা হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌছে আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করান। 

নিহতদের মধ্যে দুইজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন-ফিরোজা বেগম (৪২) ও লিটন শেখ (২৫)। 

আহতরা হলেন- নিহত ফিরোজার স্বামী নাসির হাওলাদার, মো. আসাদুজ্জামান, রামিছা বেগম, ঔষি আক্তার, আরিফুল ইসলাম, বাবলু হাওলাদারসহ ১০জন।  

ভাঙ্গা হাইওয়ে থানার ওসি মো. আতাউর রহমান নিহতের বিষয়টি নিশ্চিত করে একুশে টিভি অনলাইনকে বলেন, মহাসড়কের ঝাটুরদিয়া নামক স্থানে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা খায়। এ সময় বাসের ২ যাত্রী ঘটনাস্থলে এবং একজন হাসপাতালে নেয়ার পথে মারা যায়। আহতদের মধ্যে দুইজনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকীদের ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হচ্ছে। দুমড়ে-মুচড়ে যাওয়া বাসটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে।