ঢাকা, শুক্রবার   ০৭ নভেম্বর ২০২৫,   কার্তিক ২২ ১৪৩২

কুমিল্লা-চাঁদপুর সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে নিহত ২, আহত ২২

প্রকাশিত : ০৩:১০ পিএম, ২০ ডিসেম্বর ২০১৬ মঙ্গলবার | আপডেট: ০৩:১০ পিএম, ২০ ডিসেম্বর ২০১৬ মঙ্গলবার

কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কের বরুড়ায় বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ২জন নিহত হয়েছে। আহত হয়েছে আরো  ২২ জন। পুলিশ জানায়, গত সোমবার রাত সাড়ে ১০টার দিকে চট্টগ্রাম থেকে চাঁদপুরগামী যাত্রীবাহী বাসটি বাঁশপুর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এসময় ঘটনাস্থলেই দু জন নিহত হয়। ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। দুর্ঘটনার পর কুমিল্লা-চাঁদপুর সড়কে প্রায় দুই ঘন্টা যান চলাচল বন্ধ থাকে।