৮ দফা দাবিতে চট্টগ্রাম নাগরিক পরিষদের মানববন্ধন ও সমাবেশ
প্রকাশিত : ০৬:২২ পিএম, ২০ ডিসেম্বর ২০১৬ মঙ্গলবার | আপডেট: ০৬:২২ পিএম, ২০ ডিসেম্বর ২০১৬ মঙ্গলবার
হোল্ডিং ট্যাক্স কমানো, জলাবদ্ধতা নিরসনে নতুন খাল খনন এবং দূষণের কবল থেকে নগরবাসীকে রক্ষাসহ ৮ দফা দাবিতে চট্টগ্রামে মানববন্ধন ও সমাবেশ করেছে চট্টগ্রাম নাগরিক পরিষদ।
মঙ্গলবার বিকেলে চট্টগ্রাম প্রেসক্লাবে আয়োজিত মানববন্ধনে পহেলা জানুয়ারি থেকে মাসব্যাপী গণসাক্ষর সংগ্রহ এবং প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি প্রদানের কর্মসূচির কথাও জানানো হয়। সংগঠনের চেয়ারম্যান ব্যারিষ্টার মনোয়ার আহমেদসহ অনেকে মানববন্ধনে অংশ নেন। এ’সময় বক্তারা চট্টগ্রামকে সন্ত্রাস, চাঁদাবাজ ও মাদকমুক্ত নগরী হিসাবে গড়ে তোলার আহ্বান জানান।