শুরু হয়েছে ইন্টার কাউন্সিলর ফ্রেন্ডশিপ ব্যাডমিন্টন টুর্নামেন্ট
প্রকাশিত : ০৬:২০ পিএম, ২০ ডিসেম্বর ২০১৬ মঙ্গলবার | আপডেট: ০৬:২০ পিএম, ২০ ডিসেম্বর ২০১৬ মঙ্গলবার
চট্টগ্রামে শুরু হয়েছে ইন্টার কাউন্সিলর ফ্রেন্ডশিপ ব্যাডমিন্টন টুর্নামেন্ট।
সকালে এই টুর্নামেন্ট উদ্বোধন করেন চট্টগ্রামের সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন। এ’সময় তিনি বলেন, নাগরিক সেবার পাশাপাশি খেলাধূলার মান উন্নয়নে সিটি কর্পোরেশন কাজ করছে। এই টুর্নামেন্টের আয়োজন করেছেন ৩৬ নম্বর গোসাইলডাঙ্গা ওয়ার্ডের কাউন্সিলর হাবিবুল হক সুমন। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ৪১ জন কাউন্সিলর টুর্নামেন্টে অংশ নিচ্ছেন।