নারায়নগঞ্জের নির্বাচনে নৌকার পালে হাওয়া লেগেছে মন্তব্য করেছেন ওবায়দুল কাদের
প্রকাশিত : ০৭:০৭ পিএম, ২০ ডিসেম্বর ২০১৬ মঙ্গলবার | আপডেট: ০৭:০৭ পিএম, ২০ ডিসেম্বর ২০১৬ মঙ্গলবার
নারায়নগঞ্জের নির্বাচনে নৌকার পালে হাওয়া লেগেছে মন্তব্য করে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন নির্বাচন কমিশন স্বাধীনভাবে কাজ করবে।
মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিকদের তিনি বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা আছে নারায়নগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচন যেন অবাধ সুষ্ঠু হয়। নারায়নগঞ্জ এর মানুষ যাকে খুশি তাকে ভোট দিবে। এসময় তিনি আরো বলেন, নারায়নগঞ্জে আওয়ামী লীগ ঐক্যবদ্ধভাবেই নির্বাচনে অংশগ্রহন করছে। এদিকে নির্বাচন কমিশন পূনর্গঠনে সবদলের সঙ্গে আলোচনা করে রাষ্ট্রপতি যে সিদ্বান্ত দিবেন তাই মেনে নেবে আওয়ামী লীগ।