ঢাকা, রবিবার   ২৭ জুলাই ২০২৫,   শ্রাবণ ১২ ১৪৩২

বন্দুকধারীর গুলিতে তুরস্কে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত নিহত

প্রকাশিত : ০৬:৪৪ পিএম, ২০ ডিসেম্বর ২০১৬ মঙ্গলবার | আপডেট: ০৬:৫০ পিএম, ২০ ডিসেম্বর ২০১৬ মঙ্গলবার

বন্দুকধারীর গুলিতে নিহত হয়েছেন তুরস্কে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আন্দ্রেই কারলভ। গ্রেফতার করা হয়েছে হামলাকারীকে।

গেল সোমবার সন্ধ্যায় এ হামলার ঘটনাটি ঘটে। এ সময় তিনি একটি আর্ট গ্যালারি পরিদর্শন করছিলেন। হামলায় আহত আরও তিনজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। সিরিয়ায় রুশ বাহিনীর হস্তক্ষেপের প্রতিবাদে তুরস্কে বিক্ষোভের একদিন পরই এ ঘটনা ঘটলো। এ হামলার সাথে কোন জঙ্গী সংগঠন জড়িত কিনা তা নিশ্চিত করতে পারেনি কর্তৃপক্ষ। গ্রেফতার হাওয়া অস্ত্রধারী সম্পর্কেও এখনো কোন তথ্য প্রকাশ করেনি তুরস্কের পুলিশ। এ ঘটনায় রুশ প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনের সাথে ফোনে কথা বলেছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ান।