ঢাকা, শনিবার   ২০ এপ্রিল ২০২৪,   বৈশাখ ৭ ১৪৩১

সিরিয়ায় অভিযান বন্ধ করুন: তুরস্ককে ইরান

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:১৬ পিএম, ১০ অক্টোবর ২০১৯ বৃহস্পতিবার

সিরিয়ায় তুরস্কের সামরিক অভিযান দ্রুত বন্ধের আহ্বান জানিয়েছেন ইরান। পাশাপাশি সিরিয়া থেকে তুরস্কের সমস্ত সেনা প্রত্যাহার করারও কথা বলেছে তেহরান।

আজ (বৃহস্পতিবার) ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে তুর্কি অভিযানের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছে। তুরস্কের চলমান এ অভিযানে সিরিয়ার উত্তরাঞ্চলে বহু বেসামরিক নাগরিক জীবন-মৃত্যুর ঝুঁকির মুখে রয়েছে।

বিবৃতিতে জোর দিয়ে বলা হয়েছে, যে এলাকায় অভিযান চালাচ্ছে সেখানকার সাধারণ মানুষ মারাত্মক ধরনের মানবিক বিপর্যয় ও আসন্ন বিপদের মুখে রয়েছে। ফলে সেখানে এখনই সামরিক অভিযান বন্ধ করা প্রয়োজন এবং সেখান থেকে তুর্কি সেনাদেরকে সরিয়ে নিতে হবে।

কুর্দি গেরিলা গোষ্ঠী পিপলস প্রোটেকশন ইউনিট বা ওয়াইপিজি’র ব্যাপারে তুরস্কের উদ্বেগের কথা বিবেচনায় নিয়েও ইরান মনে করে সামরিক অভিযানের মধ্যদিয়ে এর সমাধান হবে না, এতে বরং সাধারণ মানুষের জীবন এবং সম্পদের ক্ষয়ক্ষতি হবে। 

মধ্যপ্রাচ্য অঞ্চলের চলমান গোলযোগপূর্ণ অবস্থার কথা উল্লেখ করে ইরানি পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে আরো বলা হয়েছে যে, এই অবস্থার জন্য প্রধানত বাইরের বিশেষ করে আমেরিকার হস্তক্ষেপ দায়ী।

এসি