ঢাকা, রবিবার   ২৭ জুলাই ২০২৫,   শ্রাবণ ১২ ১৪৩২

সাভারে জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ৬০

প্রকাশিত : ১০:২৯ এএম, ২১ ডিসেম্বর ২০১৬ বুধবার | আপডেট: ১০:২৯ এএম, ২১ ডিসেম্বর ২০১৬ বুধবার

জমি দখলকে কেন্দ্র করে সাভারের টানগেন্ডায় এলাকাবাসীর সাথে সন্ত্রাসীদের সংঘর্ষ, ধাওয়া পাল্টা ধাওয়া ও গোলাগুলির ঘটনা চলছে। সংঘর্ষে আহত হয়েছে অন্তত ৬০ জন এলাকাবাসী। আজ বুধবার ভোর রাতে সন্ত্রাসীদের সহায়তায় টানগেন্ডায় এলাকায় মনোয়ার হোসেন নামে এক ব্যক্তির বাড়িসহ প্রায় পাঁচ শতাংশ জমি দখল করে নেয় সন্ত্রাসীরা। আল মুসলিম গ্র“প নামের একটি শিল্প প্রতিষ্ঠানের হয়ে এসময় তারা ওই জমিটির চারপাশে টিন দিয়ে বেড়া দিয়ে দেয়। এলাকাবাসী বাধা দিলে সন্ত্রাসীরা ইট পাটকেল নিক্ষেপ করে বেশ কটি বাড়ি ভাঙচুর করে এবং ফাঁকা গুলি ছোড়ে। এলাকাবাসীর অভিযোগ আল মুসলিম গ্র“প এর আগেও অনেকের জমি দখল করেছে, তবে পুলিশ তাদের বিরুদ্ধে কোন ব্যবস্থা নেয়নি।