ঢাকা, রবিবার   ২৭ জুলাই ২০২৫,   শ্রাবণ ১২ ১৪৩২

বার্লিনে লরি হামলার দায় স্বীকার করেছে আইএস

প্রকাশিত : ১০:২৯ এএম, ২১ ডিসেম্বর ২০১৬ বুধবার | আপডেট: ১০:২৯ এএম, ২১ ডিসেম্বর ২০১৬ বুধবার

বার্লিনে ক্রিস্টমাস মার্কেটে লরি হামলার দায় স্বীকার করেছে আইএস। এদিকে ছেড়ে দেয়া হয়েছে গ্রেফতারকৃত চালককে। মঙ্গলবার আইএসের মুখপাত্র আমাক- এ প্রকাশিত  এক বিবৃতিতে এ দাবী করে সংগঠনটি। হামলাকারীকে তাদের একজন যোদ্ধা হিসেবে স্বীকৃতি দেয়া হয়। তবে এ ঘটনার সঙ্গে আইএসের সংশ্লিষ্টতার কোনো তথ‌্য এখনও পাননি জার্মান তদন্তকারী  দল। পর্যাপ্ত তথ্যপ্রমাণ না পাওয়ায় সন্দেভাজন হিসেবে আটক চালককে ছেড়ে দেওয়া হয়েছে।তবে শুরু থেকেই জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেল হামলাটিকে সন্ত্রাসী হামলা বলে এসেছেন। গেল জুলাই মাসে ফ্রান্সের নিস শহরে ট্রাক হামলার দায়ও স্বীকার করে আইএস।