ঢাকা, সোমবার   ১০ নভেম্বর ২০২৫,   কার্তিক ২৬ ১৪৩২

নবাবগঞ্জে মঞ্চস্থ হলো চক্রবাকের ‘সত্যি ভূতের গপ্পো’ 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:১০ পিএম, ১১ অক্টোবর ২০১৯ শুক্রবার

দেশজ সংস্কৃতির বিকাশ এবং বাংলা নাটকের যুগান্তরের যাত্রায় অনুগামী হওয়ার প্রত্যাশায় নিজ ভূবনের গুনী থিয়েটার নাট্যজনদের সম্মাননা প্রদান করার প্রত্যয়ে ঢাকার নবাবগঞ্জে চক্রবাক থিয়েটারের তৃতীয় প্রযোজনা ‘সত্যি ভূতের গপ্পো’ মঞ্চস্থ হয়েছে।

বৃহস্পতিবার রাতে উপজেলার আব্দুল ওয়াছেক মিলনায়তনে নাটকটি মঞ্চায়ন করা হয়।নাটকটি রচনা করেছেন মনোজ মিত্র ও নির্দেশনায় ছিলেন জসিম খান রিজভী। 

অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা এইচ এম সালাউদ্দীন মনজু।নাটকটি মঞ্চায়নের আগে চক্রবাক থিয়েটারের পক্ষ থেকে উপজেলার নবাবগঞ্জ থিয়েটারের ১৬ জন অভিনেতাকে নাট্যজন সম্মাননা স্মারক প্রদাণ করা হয়।

চক্রবাক থিয়েটার দল প্রধান সালাউদ্দিন জাকিরের সভাপতিত্বে নাট্যানুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নবাবগঞ্জ উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি নাসির উদ্দিন আহমেদ ঝিল। বিশেষ অতিথি ছিলেন আইরিশ এন্টারপ্রাইজের চেয়ারম্যান প্রদীপ কুমার সাহা, নবাবগঞ্জ থিয়েটারের সভাপতি এরশাদ আল মামুন, চলচ্চিত্র অভিনেতা জামিলুর রহমান শাখা প্রমুখ। 
এমএস/কেআই