ঢাকা, বৃহস্পতিবার   ২৮ মার্চ ২০২৪,   চৈত্র ১৪ ১৪৩০

বৈষম্যমুক্ত বাংলাদেশ তৈরি করাই ডিজিটাল বাংলাদেশের মূল লক্ষ্য: পলক

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৩৭ পিএম, ১১ অক্টোবর ২০১৯ শুক্রবার | আপডেট: ১০:৩৯ পিএম, ১১ অক্টোবর ২০১৯ শুক্রবার

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন,‘দেশের মানুষের শিক্ষা,স্বাস্থ্য, কর্মসংস্থান ও নিরাপত্তা নিশ্চিত করার মাধ্যমে শহর ও গ্রামের মধ্যে বৈষম্য তথা বৈষম্যমুক্ত বাংলাদেশে তৈরি কড়াই ডিজিটাল বাংলাদেশের মূল লক্ষ্য।’ 

শুক্রবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ’র মিলনায়তনে আইডিএলসি ও রবি টেন মিনিট স্কুল’র যৌথ উদ্যোগে দ্বিতীয়বারের মতো শুরু হওয়া অনলাইন ফাইন্যান্স অলিম্পিয়াড এর সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা তিনি এসব কথা বলেন। 
 
প্রতিমন্ত্রী আরও বলেন,‘অনলাইন প্লাটফর্ম রবি টেন মিনিট স্কুল শহর ও গ্রামের মধ্যে বৈষম্য দূর করতে অসামান্য অবদান রেখে চলেছ।’ প্রতিমন্ত্রী আইডিএলসি ফাইন্যান্স অলিম্পিয়াড কর্তৃক এ ধরনের আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের অনলাইনে অর্থনৈতিক কার্যক্রমে আরও বেশি অনুপ্রাণীত ও উদ্ধুদ্ধ করবে বলে উল্লেখ করেন।

দ্বিতীয় চূড়ান্ত পর্যায়ের প্রতিযোগিতায় দুই গ্রুপে তিনজন করে ছয়জনকে পুরস্কৃত করা হয়। এর মধ্যে জুনিয়র গ্রুপে নটরডেম কলেজের মেহেদি হাসান আসিক প্রথম, আরিফুল হাসান দ্বিতীয় এবং ইমতিয়াজ আহমেদ তৃতীয় স্থান লাভ করেন। সিনিয়র গ্রুপে প্রথম হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শরিফ মিয়া, দ্বিতীয় শহিদুল আলম এবং তৃতীয় হয়েছেন প্রীতম আজরিন। বিজয়ীদেরকে আইডিএলসির পক্ষ থেকে ল্যাপটপ, মোবাইল ফোন, মেডেল ও সনদ দেওয়া হয়।

গত ১৫ সেপ্টেম্বর অনলাইন পোর্টাল খুলে দেবার মাধ্যমে শুরু হয়ে অলিম্পিয়াডের দ্বিতীয় সিজনের অনলাইন রাউন্ড ৬ অক্টোবর পর্যন্ত চলে।এ সিজনে অংশ নেয় ১৪-২৪ বছর বয়সী প্রায় ৪০,০০০ বেশি শিক্ষার্থী। 

শুক্রবারের অনুষ্ঠানে আইডিএলসি ফাইন্যান্স লিমিটেডের সিইও ও এমডি আরিফ খান ও রবি'র চিফ কর্পোরেট অফিসার সাহেদ আলম অন্যান্যের মধ্যে বক্তব্য প্রদান করেন। 

উল্লেখ্য,এটি স্কুল-কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে অর্থনৈতিকভাবে সচেতনা বৃদ্ধির লক্ষ্যে এ অর্থলগ্নীকারী প্রতিষ্ঠান আইডিএলসি’র ধারাবাহিক আয়োজনের অংশ।
এমএস/কেআই