সিরিয়ার আল-বাব শহরে আইএস এর সাথে বন্দুকযুদ্ধে ১৪ তুর্কি সেনা নিহত
প্রকাশিত : ১০:১২ এএম, ২২ ডিসেম্বর ২০১৬ বৃহস্পতিবার | আপডেট: ১০:১২ এএম, ২২ ডিসেম্বর ২০১৬ বৃহস্পতিবার
সিরিয়ার আল-বাব শহরে আইএস এর সাথে বন্দুকযুদ্ধে ১৪ তুর্কি সেনা নিহত হয়েছেন। আহত অর্ধশতাধিক।
বুধবার রাতে এ ঘটনাটি ঘটেছে বলে জানায় তুরস্কের সেনাবহিনী। সিরিয়াতে তুর্কি সামরিক বাহিনীর সবচেয়ে বড় ক্ষতি বল হচ্ছে এই ঘটনাকে। আত্মঘাতী বোমা ব্যবহার করে সেনাবাহিনীর উপর এ হামলা চালায়। গেল আগষ্ট থেকে তুরস্ক সিরিয়ার ভিতরে ইউফ্রেটিস শিল্ড নামে সামরিক অভিযান শুরু করে। বর্তমানে সিরিয়ায তুরস্কের ৪৫০ সেনা অভিযানে অংশ নিচ্ছে। তবে এই সংখ্যা ধীরে ধীরে ১৫ হাজারে নিয়ে যাওয়া হবে।