ঢাকা, রবিবার   ২৭ জুলাই ২০২৫,   শ্রাবণ ১২ ১৪৩২

জ্বালানি তেলের অব্যাহত দরপতনে অর্থনৈতিক সংকট

প্রকাশিত : ১০:১০ এএম, ২২ ডিসেম্বর ২০১৬ বৃহস্পতিবার | আপডেট: ১০:১০ এএম, ২২ ডিসেম্বর ২০১৬ বৃহস্পতিবার

জ্বালানি তেলের অব্যাহত দরপতনে অর্থনৈতিক সংকট তৈরি হচ্ছে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে। এর নেতিবাচক প্রভাব পড়তে পারে শ্রমশক্তি রফতানিতে। এমন অবস্থায় দক্ষ শ্রমশক্তি তৈরি ও নতুন বাজার খোঁজার তাগিদ দিয়েছেন বিশ্লেষকরা। এদিকে, সরকার এ ব্যাপারে সজাগ বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণমন্ত্রী। বাংলাদেশের শ্রমশক্তির বাজার মূলত মধ্যপ্রাচ্যের তেল নির্ভর অর্থনীতির দেশগুলোকে কেন্দ্র করে। মোট রেমিটেন্সের প্রায় ৬০ ভাগই আসে এসব দেশ থেকে। তবে সাম্প্রতিক জরিপ বলছে কমে আসছে মধ্যপ্রাচ্যের রেমিটেন্স প্রবাহ। এ অবস্থায় মধ্যপ্রাচ্যের বাজার নিয়ে শংকার কথা জানিয়েছেন সংশ্লিষ্টরা। তবে সার্ভিস এবং মেইনটেনেন্স খাতে যথেষ্ঠ সম্ভাবনা রয়েছে বলেও মনে করেন তারা। এদিকে নতুন বাজার সৃষ্টি করার ওপর গুরুত্ব দিয়ে প্রবাসী কল্যাণমন্ত্রী বললেন এক্ষেত্রে দূতাবাসগুলোকে দায়িত্ব পালন করতে হবে। আর দক্ষ শ্রমিক তৈরিতে ইতোমধ্যে বেশ কিছু ট্রেনিং সেন্টার চালু করা হয়েছে বলেও জানান তিনি। এছাড়া বাংলাদেশের নারী শ্রমিকদের জন্য ইউরোপসহ পূর্ব এশিয়ায় নাসিং ও কেয়ার সেক্টর আকর্ষনীয় গন্তব্য হতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।