ঢাকা, সোমবার   ১০ নভেম্বর ২০২৫,   কার্তিক ২৬ ১৪৩২

শুদ্ধি অভিযানকে স্বাগত জানিয়ে লোহাগড়ায় মানববন্ধন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৪:২৮ পিএম, ১২ অক্টোবর ২০১৯ শনিবার

প্রধানমন্ত্রী শেখ হাসিনার চলমান শুদ্ধি অভিযানকে স্বাগত জানিয়ে নড়াইলের লোহাগড়ায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১২ অক্টোবর) বেলা ১১টার দিকে লোহাগড়া উপজেলার জয়পুর ইউনিয়নের সিডি বাজারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। 

এছাড়া মানববন্ধনে সন্ত্রাস, মাদক, ইভটিজিং ও দুর্নীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার আহবান জানানো হয়। জয়পুর ইউনিয়নের ছাত্র, যুবসমাজ ও সচেতন নাগরিক সমাজ এ কর্মসূচির আয়োজন করে।

এই মানববন্ধনে অংশগ্রহণ করেন, লোহাগড়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বি এম কামাল হোসেন, লিপু মোল্লা, মাহাবুবুর রহমান, শওকত আলী, পারভেজ খোন্দকার প্রমুখ। 

এই কর্মসূচির আয়োজক লিপু মোল্লা বলেন, জয়পুর ইউনিয়নকে মাদক, দুর্নীতি, ইভটিজিং ও সন্ত্রাসমুক্ত করতে হবে। এ লক্ষ্যে আমরা কাজ শুরু করেছি। মানববন্ধনের মধ্য দিয়ে এ কর্মসূচি শুরু হলো। পরবর্তীতে আরও কর্মসূচি হাতে নেয়া হবে।
কেআই/