ঢাকা, শুক্রবার   ২৯ মার্চ ২০২৪,   চৈত্র ১৪ ১৪৩০

আবরারকে নিয়ে অলীক ভাবনা

শাহাজাদা বসুনিয়া

প্রকাশিত : ১০:১৬ এএম, ১৩ অক্টোবর ২০১৯ রবিবার | আপডেট: ১১:০৫ এএম, ১৩ অক্টোবর ২০১৯ রবিবার

আবরার, ফিরে এসো, ফিরে এসো

না ফেরার দেশে চলে গেলে কেন ?

ফিরে এসো-হায় !

হায়, ফিরে এসো এই পৃথিবীতে পুনরায়

ফিরে এসো হে আমার অজ্ঞাত ঈশ্বর !

নিষ্ঠুৃরতম শত্রু , মহাশত্রু

কেউ কেউ ধরা পড়েছে, নিশ্চিতভাবে কেউ কেউ পালিয়েছে

তুমি মরে গিয়ে হত্যা করেছো আমাদের অহংকার

তুমি মরে যাওয়া মানে মনুষ্যত্বের পদস্খলন

আমরা কেউ কেউ এখন মানুষ নামের কলংঙ্ক

নিশীথের নীরব প্রহরে কেন তুমি আসো চুপিচুপি

কী করবে তুমি ? বলো

বলো, তুমি কী চাও রাতের মধ্যপ্রহরে ?

আবরার, তোমার বিদ্রুপের চোখ অন্ধকারে উঁকি মারে

তোমার বিদ্রুপে মনুষ্যত্ব বিপথে গেল

হে আমার অলীক ভাবনা !

তুমি কেন হত্যা করো না আমাদের পশুত্ব ?

আবরার, তোমার বিদ্রুপের চোখে মানবতা প্রশ্নবিদ্ধ

আমরা দুঃখে অবনত অনেকেই, ব্যাথায় কাতর

আমরা গভীর পীড়ায় ভগ্ন

আমরা আহত তোমার মৃত্যু শাশ্বত বেদনার ভারে।

তুমি এক অজ্ঞাত ঈশ্বর

কেন তুমি বিদ্রুপ করো বিদ্যুৎ-চকিত চোখে

কী করবে তুমি, বলো ?

কী চাও তুমি, বলো ?

চাও তুমি প্রতিকার-প্রতিশোধ ?

তাকাও চারিদিক, তাকাও বুয়েটের চারিদিক

তোমার বিদ্রুপে আমরা এখন সোচ্চার

তোমার বিদ্রুপে আমরা লজ্জাহীন-ভীষণ তস্কর

আবরার ফিরে এসো বাবা, ফিরে এসো বাবা

জাগ্রত করো মানবতা যেন খুঁজে পাই আসল ঈশ্বর।