ঢাকা, শুক্রবার   ২৯ মার্চ ২০২৪,   চৈত্র ১৪ ১৪৩০

চুয়াডাঙ্গায় গৃহবধুকে পুড়িয়ে হত্যাচেষ্টার অভিযোগে গ্রেফতার ২

চুয়াডাঙ্গা প্রতিনিধি

প্রকাশিত : ১১:৩৭ এএম, ১৩ অক্টোবর ২০১৯ রবিবার

চুয়াডাঙ্গা শহরতলীর তালতলা এলাকায় এক গৃহবধুর শরীরে আগুন নিক্ষেপ করে পুড়িয়ে হত্যাচেষ্টার অভিযোগে দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার মধ্যরাতে পার্শ্ববর্তী এলাকা ইসলামপাড়া থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- শহরের ইসলামপাড়া এলাকার দোলন মিয়ার ছেলে অরুপ হোসেন (২৬) ও ছানোয়ার হোসেনের ছেলে রিপন হোসেন (২৫)।

চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু জিহাদ মো. ফখরুল আলম খান জানান, শহরতলীর তালতলা গ্রামে সন্তান ও বাবা-মায়ের সঙ্গে বসবাস করে মালয়েশিয়া প্রবাসীর স্ত্রী আফসানা মিমি। প্রায়ই সময়ই তাকে উদ্দেশ্য করে নানা অঙ্গভঙ্গির মাধ্যমে কুপ্রস্তাব দিয়ে আসছিল পার্শ্ববর্তী এলাকার অরুপ ও রিপন। শনিবার সন্ধ্যায় ওই গৃহবধু তার বাড়ির গেটে একা দাঁড়িয়ে ছিল। এই সুযোগে ওই গৃহবধুকে লক্ষ্য করে অভিযুক্ত দুই যুবক জ্বলন্ত দিয়াশলাইয়ের কাঠি ছুঁড়ে মারে। এতে তার পরিহিত কাপড় ও বাম হাতের কিছু অংশ পুড়ে যায়। পরে তার চিৎকারে পরিবারের অন্য সদস্যরা ছুটে এসে আগুন নিভিয়ে তাকে উদ্ধার করে হাসপতালে নিয়ে যায়।

ওসি আরও জানান, এ ঘটনায় ভুক্তভোগী প্রবাসীর স্ত্রী আফসানা মিমি বাদি হয়ে দুইজনকে আসামি করে শনিবার রাতে থানায় একটি হত্যাচেষ্টা মামালা দায়ের করেন। মামলার পরপরই অভিযুক্ত দুইজনকে গ্রেফতার করা হয়। রোববার সকালে তাদেরকে আদালতে সোপর্দ করা হবে।