ঢাকা, মঙ্গলবার   ১৬ ডিসেম্বর ২০২৫,   পৌষ ১ ১৪৩২

মৌলভীবাজারে ‘বন্দুকযুদ্ধে’ ডাকাত নিহত

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত : ১২:৫৮ পিএম, ১৩ অক্টোবর ২০১৯ রবিবার

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে র‌্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে জয়নাল ইসলাম (৩৬) নামে এক ডাকাত নিহত হয়েছেন। সে আন্তজেলা ডাকাত দলের সদস্য বলে জানিয়েছে র‌্যাব।

রোববার ভোর চারটার দিকে উপজেলার মুছাই এলাকায় ‘বন্দুকযুদ্ধের’ এ ঘটনা ঘটে। এ সময় র‌্যাবের দুই সদস্য আহত হন।

নিহত জয়নালের বাড়ি মৌলভীবাজারের বড়লেখা উপজেলার চান গ্রামে। তার বিরুদ্ধে একাধিক ডাকাতি মামলা রয়েছে বলে জানিয়েছে র‌্যাব।

র‌্যাব-৯ শ্রীমঙ্গল ক্যাম্পের সহকারী পরিচালক এ এস পি এ কে এম কামরুজ্জামান জানান, গত দুইদিন আগে সিলেট থেকে আন্তজেলা ডাকাত দলের কয়েকজন সদস্যকে আটক করা হয়। তাদের দেয়া তথ্যমতে রোববার ভোর চারটার দিকে শ্রীমঙ্গল মুছাই এলাকায় অভিযান চালানো হয়। তখন ডাকাত দল র‌্যাবের উপর আক্রমণ চালায়। এ সময় গুলিতে ডাকাত দলের সদস্য জয়নাল ইসলাম নিহত হয় এবং অন্যরা পালিয়ে যায়।