ঢাকা, শুক্রবার   ২৯ মার্চ ২০২৪,   চৈত্র ১৪ ১৪৩০

৫ দিনের রিমান্ডে অনলাইন ক্যাসিনো ‘গুরু’ সেলিম

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০২:৪৬ পিএম, ১৩ অক্টোবর ২০১৯ রবিবার

গুলশান থানার মানি লন্ডারিং মামলায় বাংলাদেশে অনলাইন ক্যাসিনোর মূলহোতা সেলিম প্রধান ও তার দুই সহযোগীর ৫ দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

রোবাবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাদবীর ইয়াছির আহসান চৌধুরী শুনানি শেষে এ আদেশ দেন ।

রিমান্ড মঞ্জুর হওয়া অপর দুই আসামি হলো— রোমান ও আখতারুজ্জামান।

এর আগে গত ৯ অক্টোবর মামলার তদন্ত কর্মকর্তা সিআইডি পুলিশের পরিদর্শক শহিদুল ইসলাম খান ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের আদালতে সেলিম ও তার দুই সহযোগীর ১০ দিনের রিমান্ডের আবেদন করেন। এরপর বিচারক রিমান্ড শুনানির জন্য আজকের দিন ধার্য করেছিলেন।

প্রসঙ্গত, বিদেশ পালিয়ে যাওয়ার সময় ৩০ সেপ্টেম্বর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইট থেকে নামিয়ে এনে সেলিম প্রধানকে আটক করেন র‌্যাব-১ এর সদস্যরা।

মাদক, দুর্নীতি ও ক্যাসিনোবিরোধী চলমান শুদ্ধি অভিযানের অংশ হিসেবে তাকে গ্রেফতার করা হয়। ১ অক্টোবর বাড়িতে দু’টি হরিণের চামড়া রাখার অপরাধে বন্যপ্রাণী সংরক্ষণ আইন অনুযায়ী সেলিমকে ছয় মাসের কারাদণ্ড দেন র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত। ৮ অক্টোবর গুলশান থানার মাদক মামলায় ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাসুদুর রহমান সেলিম প্রধানসহ তিন জনকে জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এসএ/