শীতলক্ষ্যা পাড়ের মানুষ জেনে-বুঝেই বেছে নিয়েছেন নগর অভিভাবক
প্রকাশিত : ০১:৪১ পিএম, ২৩ ডিসেম্বর ২০১৬ শুক্রবার | আপডেট: ০১:৪১ পিএম, ২৩ ডিসেম্বর ২০১৬ শুক্রবার
উন্নয়ন, ব্যক্তি ইমেজ ও সন্ত্রাসের বিরুদ্ধে প্রতিবাদী হওয়ায় সেলিনা হায়াৎ আইভীর প্রতি নারায়ণগঞ্জের মানুষের আস্থা শতভাগ। আবার অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন অন্যদের তুলনায় ক্লিন ইমেজের হলেও বিএনপির স্থানীয় নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ করতে ব্যর্থ হয়েছেন বলেই মনে করেন শহরবাসী। তবে শীতলক্ষ্যা পাড়ের মানুষ জেনে-বুঝেই বেছে নিয়েছেন নগর অভিভাবককে।
ডা. সেলিনা হায়াৎ আইভী জেতার পর নারায়ণগঞ্জের অলি-গলিতে সাধারণ মানুষের মিছিল ছিল গভীর রাত পর্যন্ত।
আইভীর দেওভাগের বাড়ি, বিএনপি কার্যালয়, চাষাঢ়া মোড় কিংবা নারায়ণগঞ্জ ক্লাবের সামনে ছিল হাজার-হাজার মানুষের উপস্থিতি। সহজ মানুষের সরল কথাবার্তায় বেরিয়ে এসেছে নির্বাচনে জয়-পরাজয়ের নেপথ্যের বার্তা।
তবে ফলাফল মেনে নিয়েই অপশক্তি মোকাবেলায় আইভীর সঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছে জেলা বিএনপি।
অবশ্য নারায়ণগঞ্জের সাধারণ মানুষের কাছে এই ভোট ছিল নানান কারণেই তাৎপর্যপূর্ণ।