ঢাকা, রবিবার   ২৭ জুলাই ২০২৫,   শ্রাবণ ১২ ১৪৩২

ফিওরেন্টিনার সাথে ৩-৩ গোলে ড্র করেছে নাপোলি

প্রকাশিত : ০১:৩৪ পিএম, ২৩ ডিসেম্বর ২০১৬ শুক্রবার | আপডেট: ০১:৩৪ পিএম, ২৩ ডিসেম্বর ২০১৬ শুক্রবার

ইতালিয়ান ফুটবল লিগ সিরি এ’তে ফিওরেন্টিনার সাথে ৩-৩ গোলে ড্র করেছে নাপোলি। প্রতিদ্বন্দ্বীতামূলক ম্যাচে ২৪ মিনিটে নাপোলির হয়ে প্রথম গোল করেন ফরোয়ার্ড লরেঞ্জো। ৫১ মিনিটে ইতালিয়ান ফরোয়ার্ড ফেদেরিকো গোল করলে ১-১ ব্যবধানে সমতায় ফেরে ফিওরেন্টিনা। ৬৮ মিনিটে ডারিস মার্টিনেসের গোলে আবারো লিড পায় নাপোলি। তবে, এক মিনিট পরেই ফেদেরিকো আরো একটি গোল করে দলকে সমতায় ফেরান। ৮২ মিনিটে আর্জেন্টাইন ফরোয়ার্ড মাউরোর গোলে ৩-২তে এগিয়ে যায় ফিওরেন্টিনা। আর নির্ধারিত খেলার অতিরিক্ত সময়ে নাপোলির মানালোর গোলে পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়ে দু’দল।