ঢাকা, মঙ্গলবার   ১১ নভেম্বর ২০২৫,   কার্তিক ২৬ ১৪৩২

ভারতে সিলিন্ডার বিস্ফোরণে নিহত ১০

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:২৪ পিএম, ১৪ অক্টোবর ২০১৯ সোমবার | আপডেট: ১২:৫৭ পিএম, ১৪ অক্টোবর ২০১৯ সোমবার

ভারতের উত্তরপ্রদেশের একটি বাড়িতে সিলিলিন্ডার বিস্ফোরণে ১০ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন অন্তত ১৫ জন। এখনও অনেকে নিখোঁজ রয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। 

সোমবার প্রদেশটির মউ জেলার মোহম্মাদাবাদ এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় প্রশাসনের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার এ খবর জানিয়েছে। 

প্রতিবেদনে বলা হয়, সোমবার সকালে দোতলা ওই বাড়িটিতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ ঘটলে পুরো বাড়িটি ধ্বসে পড়ে বলে জানায় স্থানীয়রা। তবে এটি নিছক কোনও দুর্ঘটনা নাকি এর পেছনে অন্যকোনো কারণ আছে, তা খতিয়ে দেখছে স্থানীয় পুলিশ। বাড়িটিতে কারা থাকতেন তাদের পরিচয়ও জানার চেষ্টা চলছে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে। 

এদিকে, এ ঘটনায় উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন এবং আহতদের চিকিৎসায় যাতে কোনও ত্রুটি না হয়, সেজন্য জেলা প্রশাসনকে নির্দেশ দেন তিনি। 

আই/