ঢাকা, শুক্রবার   ০৩ মে ২০২৪,   বৈশাখ ২০ ১৪৩১

মালয়েশিয়ায় সম্রাটের সম্পদের তথ্য পেয়েছে দুদক

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৫:০০ পিএম, ১৪ অক্টোবর ২০১৯ সোমবার

দুর্নীতি দুমন কমিশন (দুদক) ইসমাইল হোসেন চৌধুরী সম্রাটের সম্পত্তির খোঁজ করতে গিয়ে মালয়েশিয়ায় তার একটি ফ্ল্যাটের সন্ধান পেয়েছে। সেকেন্ড হোম প্রকল্পের আওতায় সম্রাট এই ফ্ল্যাটটি ক্রয় করে।

দুদক জানিয়েছে, দেশটিতে সম্রাটের বিভিন্ন ব্যাংকে একাউন্ট রয়েছে এবং লেনদেনের প্রমাণও পাওয়া গেছে।

দুদুক সূত্র থেকে জানা যায়, সম্রাট ছাড়াও মালয়েশিয়ায় আরও ৪২ জনের সম্পদের তথ্য পাওয়া গেছে। যারা নামে বেনামে সেদেশে সম্পদের পহাড় গড়েছে। এর মধ্যে মমিনুল হক সাঈদ, খালেদ মাহমুদ ভূইয়া, লোকমান হোসেন ভূঁইয়া, সফিকুল আলম ফিরোজ, কাজী আনিসুর রহমানসহ আরও অনেকের নাম উঠে এসেছে।

শুধু মালয়েশিয়া নয় সিঙ্গাপুর, থাইল্যান্ড, সংযুক্ত আরব আমিরাতসহ বিশ্বের বিভিন্ন দেশে অর্থ পাচারের তথ্য পেয়েছে দুর্নীতি দুমন কমিশন।      

এ বিষয়ে দুদক সচিব দিলোয়ার বখত বলেন, ক্যাসিনো ব্যবসার সঙ্গে জড়িত ৪৩ জনকে প্রাথমিকভাবে চিহ্নিত করা হয়েছে। তাদের কাছে সম্পদের তথ্য চাওয়া হয়েছে। তারা সঠিকভাবে বিবরণ দিতে না পারলে তাদের বিরুদ্ধে মামলা হবে। 

এসি