ঢাকা, রবিবার   ২৭ জুলাই ২০২৫,   শ্রাবণ ১২ ১৪৩২

কমেছে শাক সবজির দাম, মাংসের দাম বাড়লেও স্বাভাবিক আছে মাছের দাম

প্রকাশিত : ০৬:০৭ পিএম, ২৩ ডিসেম্বর ২০১৬ শুক্রবার | আপডেট: ০৬:০৭ পিএম, ২৩ ডিসেম্বর ২০১৬ শুক্রবার

চট্টগ্রামে শাক সবজির দাম কিছুটা কমেছে। মাংসের দাম বাড়লেও স্বাভাবিক আছে মাছের দাম। এতে স্বস্তি ফিরেছে ক্রেতাদের মাঝে। তবে, ক্রেতারা বলছেন, বাজারে নিয়মিত মনিটরিং না থাকায় শীতকালীন সবজির ভরা মৌসুমেও অসাধু বিক্রেতারা ইচ্ছে মতো দাম হাঁকছেন। ভরা মৌসুমে চট্টগ্রামের বাজারে শীতকালীন সবজির সরবরাহ প্রচুর। দামও আগের তুলনায় কিছুটা কমেছে। শীতের সবজি ফুলকপি, আলু, বেগুন, মূলা, বাঁধাকপি, টমেটো, বরবটিসহ প্রায় সব ধরণের সবজির দাম কেজিতে কমেছে ১০ থেকে ১৫ টাকা। দর কমায় স্বস্তি প্রকাশ করলেও অনেক ক্রেতাই বলছেন, প্রশাসনের তদারকি না থাকায় বাড়তি দামে মৌসুমী শাকসবজি কিনতে হচ্ছে তাদের। তবে, বিক্রেতারা বলছেন, স্থানীয়ভাবে উৎপাদিত সবজি ডিসেম্বরের শেষের দিকে বাজারে এলেই দাম স্বাভাবিক হবে। বাজারে সামুদ্রিক ও স্থানীয় বিভিন্ন মাছের দাম স্থিতিশীল রয়েছে। তবে, বেড়েছে গরুর মাংসের দাম। বাজার স্থিতিশীল রাখতে প্রশাসনের নিয়মিত তদারকির দাবি ক্রেতাদের।