ঢাকা, শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪,   বৈশাখ ৫ ১৪৩১

সিকৃবিতে ভেটেরিনারি অনুষদ আন্তঃ ব্যাচ ফুটবল প্রতিযোগিতার উদ্বোধন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:২৩ পিএম, ১৪ অক্টোবর ২০১৯ সোমবার | আপডেট: ১১:৩৭ পিএম, ১৪ অক্টোবর ২০১৯ সোমবার

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে (সিকৃবি) ভেটেরিনারি  এ্যানিম্যাল ও বায়োমেডিকেল সায়েন্স অনুষদের আন্তঃ ব্যাচ ফুটবল প্রতিযোগিতার ২০১৯ এর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৪ অক্টোবর)  বিকাল ৩টায় সিকৃবি'র কেন্দ্রীয় খেলার মাঠে উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে ভেটেরিনারি এ্যানিম্যাল ও বায়োমেডিকেল অনুষদ ছাত্র সমিতির সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রঙিনের সঞ্চালনায় ও ভেটেরিনারি  এ্যানিম্যাল ও বায়োমেডিক্যাল সায়েন্স অনুষদের ডিন প্রফেসর ড. আবু হেনা মোস্তফা কামালের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিকৃবি উপার্চায প্রফেসর ড. মো. মতিয়ার রহমান হাওলাদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক প্রফেসর ড. মিটু চৌধুরী। 

এছাড়াও ভেটেরিনারি এ্যানিম্যাল ও বায়োমেডিকেল  অনুষেদর সকল শিক্ষক-শিক্ষিকা ও ছাত্রছাত্রীবৃন্দ।

সপ্তাহব্যাপী এই ক্রিয়া প্রতিযোগিতার উদ্বোধন করেন সিকৃবি'র  উপাচার্য প্রফেসর ড. মো. মতিয়ার রহমান হাওলাদার।

প্রধান অতিথির বক্তব্যে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. মতিয়ার রহমান হাওলাদার বলেন, লেখাপড়ার পাশাপাশি এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস আমাদের ছাত্রছাত্রীদের মননশীলতা বৃদ্ধি করবে। ডিগ্রী নেওয়ার পাশাপাশি সত্যিকারে ভালো মানুষ হিসেবে বের হতে হবে।ভালো মানুষ  হতে  না পারলে জীবনের পরিপূর্ণতা আসবে না। সবারই  লক্ষ্য থাকা উচিৎ শিক্ষার পাশাপাশি নিজেকে ভালো মানুষ হিসেবে গড়ে তোলা, দেশকে কিছু দেওয়া।

প্রতিবারের ন্যায় এবারও সিকৃবির ভেটেরিনারি এ্যানিম্যাল ও বায়োমেডিকেল অনুষদ ছাত্র সমিতির আয়োজনে ৬টি ব্যাচের শিক্ষার্থীদের অংশগ্রহণে উৎসব মুখর পরিবেশে শুরু হয়েছে আন্তঃ ব্যাচ ক্রীড়া প্রতিযোগতিা ২০১৯।

উদ্বোধনী খেলায় ডিভিএম ২২তম ব্যাচের মুখোমুখি হয় ডিভিএম-২৫ ব্যাচ। তীব্র প্রতিদ্বন্দ্বিতা ম্যাচে  ডিভিএম ২২তম ব্যাচকে ২-১ গোলের ব্যবধানে হারায় ডিভিএম-২৫ ব্যাচ।
কেআই/