চট্টগ্রামে পৌষমেলা অনুষ্ঠিত
প্রকাশিত : ০৬:০৪ পিএম, ২৩ ডিসেম্বর ২০১৬ শুক্রবার | আপডেট: ০৬:০৪ পিএম, ২৩ ডিসেম্বর ২০১৬ শুক্রবার
আবহমান বাংলার চিরায়ত সংস্কৃতিকে পরিচয় করিয়ে দিতে চট্টগ্রামে অনুষ্ঠিত হয়ে গেলো পৌষমেলা।
নগরীর শিল্পকলা একাডেমির অনিরুদ্ধ মুক্তমঞ্চে মেলার উদ্বোধন করেন শহীদজায়া বেগম মুশতারী শফি। উপস্থিত ছিলেন পেশাজীবী সমন্বয় পরিষদের সভাপতি ডাক্তার এ কিউ এম সিরাজুল ইসলাম, প্রকৌশলী দেলোয়ার মজুমদার এবং অন্যরা। অনুষ্ঠানে বক্তারা নতুন প্রজন্মকে ইতিহাস ও ঐতিহ্য সম্পর্ককে সচেতন করতে বাঙালির চিরায়ত সংস্কৃতির চর্চা বাড়ানোর আহবান জানান। বিভিন্ন সংগঠনের অংশগ্রহনে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। মেলা উপলক্ষ্যে গ্রামীণ ঐতিহ্যে সাজানো হয় শিল্পকলা একাডেমী প্রাঙ্গন।