ঢাকা, শুক্রবার   ২৯ মার্চ ২০২৪,   চৈত্র ১৫ ১৪৩০

১৫ অক্টোবর : ইতিহাসের এই দিনে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:০৫ এএম, ১৫ অক্টোবর ২০১৯ মঙ্গলবার

আজকের দিনটি কাল হয়ে যায় অতীত। এই প্রতিটি দিনই এক একটি ইতিহাস। আজ ১৫ অক্টোবর ২০১৯, মঙ্গলবার। এক নজরে দেখে নিন ইতিহাসের আজকের এই দিনে কি কি ঘটেছিল। কে কে জন্ম নিয়েছিলেন ও মৃত্যুবরণ করেছিলেন।

ইতিহাসের পাতায় ১৫ অক্টোবর :
১৫৮২-সালে ইতালি ও স্পেন গ্রেগরীয় ক্যালেন্ডার বা খ্রিষ্ট্রীয় সাল প্রবর্তিত। এর ফলে ৫ অক্টোবর ১৫ অক্টোবর হয়ে যায়।
১৯১৭-সালে জার্মানদের পক্ষে গোয়েন্দাগিরির অভিযোগে ডাচ নৃত্যাশিল্পী মাটা হ্যারিকে ফায়ারিং স্কোয়াডে গুলি করে হত্যা।
১৯৪৫-সালেল ফ্রান্সের সাবেক প্রধানমন্ত্রী পিয়েরে লাভালের মৃত্যুদন্ড কার্যকর।
১৯৬৪-সালে চীনের প্রথম পারমাণবিক বোমা পরীক্ষা।
১৯৬৪-সালে রক্ষণশীলদের পরাজিত করে ১৩ বছর পর ব্রিটেনে লেবার পার্টির ক্ষমতারোহন।
১৯৬৪-সালে নিকিতা ক্রুশ্চেভ সোভিয়েত ইউনিয়নের রাষ্ট্রপ্রধানের পদ থেকে অপসারিত।
১৯৬৯-সালে সোমালিয়ার প্রেসিডেন্ট আবদুর রশিদ আলী শেরমারকি আততায়ীর গুলিতে নিহত।
১৯৯৫-সালে সোভিয়েত ইউনিয়নের পতনের পর প্রথম রাশিয়া ও কিউবার মধ্যে বাণিজ্য চুক্তি স্বাক্ষর।
১৯৯৯-সালে অভ্যুত্থানের দু’দিন পর পাকিস্তানে জরুরি অবস্থা জারি এবং জেনারেল মোশাররফের নিজেকে দেশের প্রধান নির্বাহী ঘোষণা।

আজ যাদের জন্মতারিখ :
খ্রিস্টপূর্ব ৭০- কবি ভার্জিল
১৮৪৪-দার্শনিক ফ্রেডরিখ উইলহেম নিটশ

আজ যাদের মৃত্যু হয় :
বুদ্ধির মুক্তি আন্দোলনের প্রবক্তা আবুল হোসেন ১৯৩৮

দিবস :
জগন্নাথ হল ট্র্যাজেডি দিবস।
বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস।
বিশ্ব হাত ধোয়া দিবস।
ভারতের ‘মিসাইলম্যান’ খ্যাত সাবেক এ রাষ্ট্রপতি আবদুল কালামের জন্মদিন উপলক্ষে সদ্য ঘোষিত ‘বিশ্ব ছাত্র দিবস’।

এসএ/