ঢাকা, রবিবার   ২৭ জুলাই ২০২৫,   শ্রাবণ ১২ ১৪৩২

চারু ও কারুকলা পরীক্ষা বাদ দেয়ার সুপারিশের প্রতিবাদ

প্রকাশিত : ০৬:৫২ পিএম, ২৩ ডিসেম্বর ২০১৬ শুক্রবার | আপডেট: ০৬:৫২ পিএম, ২৩ ডিসেম্বর ২০১৬ শুক্রবার

কয়েকজন শিক্ষাবিদের বোর্ড পরীক্ষা থেকে চারু ও কারুকলা বিষয় বাদ দেয়ার সুপারিশের প্রতিবাদ জানিয়েছে চারুকলা শিক্ষক পরিষদ, বাংলাদেশ। শুক্রবার বিকেলে রাজধানীর ডিআরইউ’তে সংবাদ সম্মেলনে শিল্পী ও শিক্ষকরা বলেন, কোমলমতি শিক্ষার্থীদের মানসিক, চারিত্রিক, স্বাস্থ্যগত ও বিনোদনো প্রয়োজনীয়তা অনুধাবনে ওই শিক্ষাবিদরা ব্যর্থ হয়েছেন। এ’সময় শিল্পী হাশেম খান বলেন, চারুকলা ও সুষ্ঠু সংস্কৃতি চর্চা না থাকলে জঙ্গিবাদ মাথাচাড়া দিয়ে উঠবে। জঙ্গিমুক্ত বাংলাদেশ গড়তে চারুকলার বিকল্প নেই বলেও মন্তব্য করেন তিনি। সংবাদ সম্মেলনে, দেশের সব আর্ট কলেজের এমপিওভুক্তি ও চারুকলা বিষয়ে শিক্ষক নিয়োগের দাবী জানানো হয়।