ঢাকা, বুধবার   ২৪ এপ্রিল ২০২৪,   বৈশাখ ১১ ১৪৩১

ক্ষেপণাস্ত্র হামলায় ক্ষতিগ্রস্ত ইরানি ট্যাংকারের ছবি প্রকাশ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:১৭ এএম, ১৫ অক্টোবর ২০১৯ মঙ্গলবার

লোহিত সাগরে ক্ষেপণাস্ত্র হামলার শিকার ইরানি তেল ট্যাংকারের নতুন ছবি প্রকাশ করেছে তেহরান। খবর পার্সটুডে’র।

সোমবার প্রকাশিত এসব ছবিতে ইরানের জাতীয় তেল ট্যাংকার কোম্পানির জাহাজ ‘সাবিতি’র গায়ে দুটি বিশাল গর্ত দেখা যাচ্ছে। একটি ছবিতে তেল ট্যাংকারের ক্রুদের এবং আরেকটি ছবিতে জাহাজের গায়ের গর্তগুলোকে কাছে থেকে দেখা যাচ্ছে।

প্রসঙ্গত, গত শুক্রবার লোহিত সাগর দিয়ে যাতায়াতকারী ইরানি তেল ট্যাংকার ‘সাবিতি’র ওপর আধাঘণ্টার ব্যবধানে দুইবার ক্ষেপণাস্ত্র হামলা হয়। এতে ট্যাংকারটির ক্ষতি হলেও কোনও ক্রু হতাহত হননি। ক্ষেপণাস্ত্র হামলার শিকার ইরানি তেল ট্যাংকারকে সাহায্য করার আবেদনে সৌদি আরব সাড়া দেয়নি বলে জানিয়েছে তেহরান।

ইরানি তেল ট্যাংকারে ক্ষেপণাস্ত্র হামলার ব্যাপারে সোমবার এক সংবাদ সম্মেলনে প্রেসিডেন্ট হাসান রুহানি বলেন, নিঃসন্দেহে কয়েকটি দেশের সহযোগিতায় একটি দেশ এ কাজ করেছে এবং যে দেশটি এ কাজ করেছে সে যেন এর পরিণতি ভোগ করার জন্য প্রস্তুত থাকে।