ঢাকা, শনিবার   ০২ আগস্ট ২০২৫,   শ্রাবণ ১৮ ১৪৩২

শিশু তুহিন হত্যায় ১০ জনকে আসামি করে মামলা 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:২৪ এএম, ১৫ অক্টোবর ২০১৯ মঙ্গলবার

সুনামগঞ্জের দিরাইয়ে নৃসংশ হত্যার শিকার ৫ বছরের শিশু তুহিন হত্যার ঘটনায় ১০ জনকে আসামি করে মামলা হয়েছে। সোমবার (১৪ অক্টোবর) মামলাটি দায়ের করেন তুহিনের মা মনিরা বেগম। 

এদিকে, তুহিনের লাশ ময়নাতদন্ত শেষে দাফন করা হয়েছে। 

দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু তাহের মোল্লা গণমাধ্যমকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। 

তিনি বলেন, সোমবার রাতে তুহিনের মা বাদী হয়ে অজ্ঞাতনামা ১০ জনের নামে হত্যা মামলা দায়ের করেছেন। 

প্রসঙ্গত, গত রোববার রাতে সুনামগঞ্জের দিরায়েই রাতের আধারে ঘর থেকে তুলে নিয়ে পাঁচ বছরের শিশু তুহিনকে নৃশংসভাবে হত্যা করা হয়। তবে কে বা কারা এ কাজ করেছে তা জানা যায়নি। 

ঘাতকরা তুহিনকে একটি গাছের সঙ্গে ঝুলিয়ে রাখে। তার গায়ে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। হত্যাকারীরা এতেও ক্ষান্ত হয়নি, তারা তুহিনের পেটে দুটি ছুরি ঢুকে দেয়, দুটি কান কেটে নেয় এমনকি তুহিনের অণ্ডকোষও কেটে নেয় নরপশুরা। এ ঘটনা গণমাধ্যমকে প্রকাশিত হলে নিন্দার ঝড় ওঠে। 

খবর পেয়ে সোমবার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে জিজ্ঞাসাবাদের জন্য তুহিনের বাবা আব্দুল বাছিরসহ তার তিন চাচা ও চাচাতো বোন ও চাচিকে আটক করেছে।

এদের মধ্যে ২/৩ জন তুহিন হত্যার সঙ্গে জড়িত থাকতে পারে বলে ধারণা করছে পুলিশ। 

আই/